Cvoice24.com


স্যাটেলাইট ফায়ার সার্ভিস চালু করতে মেয়রকে ডেনমার্ক রাষ্ট্রদূতের প্রস্তাব 

প্রকাশিত: ১৩:১১, ২৪ ফেব্রুয়ারি ২০২০
স্যাটেলাইট ফায়ার সার্ভিস চালু করতে মেয়রকে ডেনমার্ক রাষ্ট্রদূতের প্রস্তাব 

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় স্যাটেলাইট ফায়ার সার্ভিস ও ফার্স্ট এইড স্টেশন চালু করতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে প্রস্তাব করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত মিস উইনি স্ট্রুপ পিটারসেন। মহানগর এলাকায় ডেনমার্কের এই ফায়ার সার্ভিস টেকনোলজি চালু করা হলে জননিরাপত্তা সুনিশ্চিত ও সরকারি সংস্থার সহায়ক শক্তি হিসেবে তা কার্যকর ভূমিকা রাখবে বলে মত দেন তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) চসিক কার্যালয়ে মেয়রের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ পরামর্শ দেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন রাষ্ট্রদূতকে প্রশাসনিক প্রস্তাবনা পেশ করার জন্য পরামর্শ দেন। এসময় চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা মো সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমদ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ ডেনমার্ক ফায়ার টেকনোলজি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়