Cvoice24.com


গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা কুয়েতে

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ মার্চ ২০২০
গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা কুয়েতে

ফাইল ছবি।

কুয়েত সরকার করোনা ভাইরাস সংক্রমণ রোধে অনির্দিষ্টকালের জন্য সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) কুয়েত মন্ত্রী সভায় এ সিদ্ধান্ত হয় জানিয়েছে কুয়েতের সংবাদ মাধ্যম আরব টাইমস। সংবাদে বলা হয়েছে সন্ধ্যায় কুয়েত স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশ ক্রমে কুয়েত সরকার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেন। , ১২ মার্চ থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত সব অফিস, ব্যাংক, রেস্টুরেন্ট ও কফি শপ সমূহ বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে বিমান চলাচলও বন্ধ থাকবে।  আগামী ২৯ মার্চ রোববার থেকে আবারও সব ধরণের প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বাড়ছেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বুধবার প্রাণঘাতী করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৩শ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪ হাজার ৬৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৬৮ হাজার ২৮৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বের ১২৪টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৯৬ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৯ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার ৪৬২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮২৭ জনের।

সিভয়েস/এমআই

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়