Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


ইফতার পার্টি না করে ৩শ' জনকে দিল খাবার

প্রকাশিত: ১৮:৩০, ১২ মে ২০২০
ইফতার পার্টি না করে ৩শ' জনকে দিল খাবার

প্রতি বছরই নিজেদের টাকা দিয়ে ঘটা করে আয়োজন করা হতো ইফতার পার্টির। কিন্তু এ বছর তার ব্যতিক্রমী উদ্যোগ। করোনার ক্রান্তিলগ্নে নিজেরা ইফতার পার্টির আয়োজন না করে প্রায় ৩শ' মানুষকে রান্না করে খাবার তুলে দিয়েছে ২৭ নং দক্ষিণ আগ্রাবাদের 'বন্ধু  মিলন' সংগঠনটি। 

মঙ্গলবার (১২ মে) নগরের আগ্রবাদে 'বন্ধু মহল' সংগঠনটির সকল সদস্য মিলে এই মানবিক কাজের আয়োজন করে। 

আয়োজনকারী  রুবেল রঞ্জন বক্সি সিভয়েসকে বলেন, প্রতি বছরই আমরা বন্ধুরা সবাই মিলে বড় করে ইফতার পার্টির আয়োজন করে থাকি। যেখানে দক্ষিণ আগ্রাবাদের অনেক সনামধন্য ব্যক্তিগণ অংশ নিতেন। তবে এবার করোনার মধ্যে আমরা ইফতার পার্টির আয়োজন না করে সমাজে অনাথ ও দুঃস্থদের মাঝে একবেলা রান্না করা খাবার তুলে দেওয়ার সিদ্ধন্ত নিই। 

জানা গেছে,  'বন্ধু মিলন' সংগঠনটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। এ সংগঠনে চাকরিজীবী থেকে বেশিরভাগই শিক্ষার্থী। করোনার এই দূর্যোগের সময় নিজেদের ইফতার পার্টির টাকা দিয়ে অনাথ দূঃস্থদের মুখে একবেলা খাবার তুলে দিয়ে এমনটাই জানান দিল যে, 'সকলের ত্বরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের আমরা পরের ত্বরে'।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়