Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


বাঁশখালীতে এনআইডি, জন্মসনদ, সার্টিফিকেট জালিয়াতি, কম্পিউটার জব্দ

প্রকাশিত: ১৮:৫০, ৮ জুলাই ২০২০
বাঁশখালীতে এনআইডি, জন্মসনদ, সার্টিফিকেট জালিয়াতি, কম্পিউটার জব্দ

বাঁশখালীতে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, হলফনামা, সার্টিফিকেট এবং সরকারি-বেসরকারি বিভিন্ন জরুরি কাগজপত্র জালিয়াতির অভিযোগে ৪ দোকানের পাঁচটি কম্পিউটার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দিনব্যাপী উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সুফিয়ান যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেন।

অভিযুক্ত কম্পিউটারগুলোর মধ্যে বিজয় কম্পিউটার দোকানের দুটি, উপজেলা গেইটের সামনে শিব্বির আহমদ কালুর দোকানের একটি, মু.শাহাবুদ্দিনের একটি এবং আদালত ভবনের সামনে মৃদুল কান্তি দত্তের একটি কম্পিউটার রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান বলেন, অভিযোগ পেয়ে উপজেলা সদরের  সাতটি কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে ৪টি দোকানের কম্পিউটারের জাল কাগজ বানানোর প্রমাণ মিলেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন,  এসব জালিয়াতির সাথে সমাজসেবা কর্মকর্তার তিনজন কর্মচারী জড়িত রয়েছেন জানা গেছে। জালিয়াতির অভিযোগে জড়িত ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। 

বাঁশখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়