Cvoice24.com


ঈদের পর খুলছে কক্সবাজার পর্যটন কেন্দ্র

প্রকাশিত: ০৭:১২, ২৬ জুলাই ২০২০
ঈদের পর খুলছে কক্সবাজার পর্যটন কেন্দ্র

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর ঈদুল আজহার পরবর্তী খুলে দেওয়া হচ্ছে কক্সবাজার পর্যটন কেন্দ্র। শর্তসাপেক্ষে ধীরে ধীরে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের হোটেল, রিসোর্ট, পর্যটন স্পটগুলো পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। 

রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৮ মার্চ থেকে কক্সবাজার সৈকত বন্ধ করে দেওয়া হয়। মৌসুমে কক্সবাজার বন্ধ হয়ে যাওয়াতে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়ে ব্যবসায়ীরা।

কক্সবাজার হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, চার মাস টানা বন্ধ ছিলো সবকিছু। এরমধ্যে অনেক কর্মী চাকরি হারিয়েছেন। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আমার প্রশাসনকে অনুরোধ করেছি কোরবানির পর সবকিছু খুলে দিতে। প্রশাসন সেই অনুরোধ রেখেছে।

-সিভয়েস/এসএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়