Cvoice24.com


চট্টগ্রামে প্রথমবারের মতো নিলামে উঠলো সাদা চা

প্রকাশিত: ১৯:৩১, ২৭ জুলাই ২০২০
চট্টগ্রামে প্রথমবারের মতো নিলামে উঠলো সাদা চা

চট্টগ্রাম নিলাম কেন্দ্রের ইতিহাসে প্রথমবারের মত নিলামে তোলা হয়েছে সাদা চা (হোয়াইট টি)। ন্যাশনাল টি কোম্পানির চাম্পারাই বাগানে উৎপাদিত সাদা চা (হোয়াইট টি) চট্টগ্রাম নিলামে ক্যাটালগভুক্ত করে পূর্ব বাংলা ব্রোকারস। তারা সাদা চা নিলামে তুলেছে ১০ কেজি, যা প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

গতকাল অনুষ্ঠিত এ নিলামে সব সাদা চা কিনে নিয়েছে শ্রীমঙ্গল স্টেশন রোডের পদ্মা টি সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠান।

পূর্ব বাংলা ব্রোকারস লিমিটেডের পরিচালক আরিফুর রহমান শাহীন জানান, চট্টগ্রাম নিলাম কেন্দ্রের ইতিহাসে প্রথমবারের মত হোয়াইট টি নিলামে উঠেছে এবং সবটাই বিক্রি হয়েছে। এই চায়ের গ্রেড সিলভার নিডেল। চীনের ফুজিয়ান প্রদেশে প্রাথমিকভাবে এ চায়ের উৎপাদন‌ শুরু হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, হোয়াইট টি হজমে সাহায্য করে, আবার শরীরে ফ্যাট কোষ জমতে বাধা দেয়। 

প্রসঙ্গত, এ চা দেখতে গ্রীন টিয়ের মতো এবং পান করার সময় ফ্যাকাশে হলদেটে রংয়ের হয়ে থাকে। তাই এ চা হোয়াইট গোল্ড নামেও পরিচিত। বাংলাদেশ থেকে মূলত আমেরিকায় এ চা রপ্তানি হয়। তবে শ্রীমঙ্গল এলাকায় বিদেশি পর্যটকেরা এ চা ক্রয় করে থাকেন। এর খুচরা দাম কেজি প্রতি ৭ থেকে ৮ হাজার টাকা।

সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়