Cvoice24.com


ঈদে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তা

প্রকাশিত: ১৫:০১, ৩১ জুলাই ২০২০
ঈদে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তা

ছবি : সিভয়েস

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরীতে থাকছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ নিরাপত্তা বলয়ের আওতায় থাকবে নগরীর জামেয়াতুল ফালাহ মসজিদ ও আন্দরকিল্লার শাহী জামে মসজিদসহ গুরুত্বপূর্ণ সবকটি মসজিদ। এছাড়াও গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতেও নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এসব বিষয় সিভয়েসকে নিশ্চিত করেছেন নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ।

সিটিএসবি সুত্র জানান, নগরজুড়ে থানা পুলিশের পাশাপাশি নগর পুলিশের অতিরিক্ত মোবাইল টিমও প্রস্তুত থাকবে। নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটও প্রস্তুত থাকবে। নগরীতে ঈদুল আজহার নামাজ ঘিরে বা ঈদুল আজহার উৎসব ঘিরে যে কোনো ধরণের আতংক বা বিশৃঙ্খলা ঠেকাতে এ মোবাইল টিম ও বোম ডিসপোজাল ইউনিট সর্বদাই প্রস্তুত থাকবেন।

সিটিএসবি জানান, বিশেষ করে নগরীর জামেয়াতুল ফালাহ মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ঘিরে তারা সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি নিয়েছেন। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরজুড়ে দায়িত্ব পালন করবেন।

সিটিএসবির উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ সিভয়েসকে বলেন, ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করি নগরবাসী সুন্দরভাবে ঈদুল আজহা উদযাপন করতে পারবেন। পুরো নগরজুড়ে থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত মোবাইল টিম কাজ করবে। পাশাপাশি সাদা পোশাকেও নগর পুলিশের কয়েকটি টিম কাজ করবেন। জঙ্গি সংগঠন কতৃক যেকোনো ধরনের হামলা ঠেকাতে কাজ করবেন নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট।

উল্লেখ্য, আগামিকাল শনিবার ১ আগষ্ট পবিত্র ঈদুল আজহা উৎযাপন করবেন চট্টগ্রামসহ দেশের মুসলিম সম্প্রদায়।

সিভয়েস/এসএইচ/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়