Cvoice24.com


বন্দর চ্যানেলে অবৈধ ফিশিং বোট আটক, জরিমানা

প্রকাশিত: ১৪:৩৫, ৯ আগস্ট ২০২০
বন্দর চ্যানেলে অবৈধ ফিশিং বোট আটক, জরিমানা

ফাইল ছবি।

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে অবৈধভাবে মাছ ধরার নৌকা প্রবেশ করায় নৌকার মাঝিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ (৯ অগাস্ট) এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বোটটি আটক করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বারই এ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি বলেন, 'ফিশিং বোটটি অবৈধভাবে কর্ণফুলী চ্যানেলের মধ্যে ঢুকে পড়ে। এ সময় 'এমভি ক্যাপ মন্ট্রি' নামের সিঙ্গাপুরগামী একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।  ফিশিং বোটটি গোপনে চ্যানেল থেকে বের হওয়ার সময় বন্দর এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ফিশিং বোটটি আটক করা হয়।

জানা যায়, বন্দর চ্যানেলটি ভিটিএমআইএস প্রযুক্তি দ্বারা মনিটরিং করা হয়। বড় জাহাজ আসা-যাওয়ার পথ নির্বিঘ্ন রাখতে নিয়মিত এমন অভিযান পরিচালিত হয়।

সিভয়েস/এসবি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়