Cvoice24.com


মেডিকেল ছাত্রাবাসে মারামারির ঘটনায় গ্রেফতার ১১ শিক্ষার্থীর জামিন

প্রকাশিত: ১৪:৪৭, ১৪ আগস্ট ২০২০
 মেডিকেল ছাত্রাবাসে মারামারির ঘটনায় গ্রেফতার ১১ শিক্ষার্থীর জামিন

ফাইল ছবি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রাবাসে মারামারির ঘটনায় গ্রেফতার ১১ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৪ আগস্ট) বিকালে মহানগর হাকিম খায়রুল আমিনের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার দুপুরের দিকে ১১ শিক্ষার্থীকে চকবাজার ও মেডিকেল কলেজের আশেপাশ থেকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ সিভয়েসকে বলেন, ১১ শিক্ষার্থীকে আদালতে উপস্থাপন করলে বিচারক তাদের জামিন দেন।

গত বৃহস্পতিবার ১৩ আগষ্ট রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসক আওয়াল রাফী বাদি হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন। গ্রেফতার ১১ শিক্ষার্থীরা এ মামলার আসামি বলে থানা সুত্র নিশ্চিত করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সিভয়েসকে বলেন, মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর দায়ের করা মামলায় ১১ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে বিকালে আদালতে উপস্থাপন করা হয়েছে।

সিভয়েস/এসএইচ/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়