Cvoice24.com


নাশকতার মামলায় নগর বিএনপির ১১ নেতা কারাগারে

প্রকাশিত: ১২:১২, ৭ সেপ্টেম্বর ২০২০
নাশকতার মামলায় নগর বিএনপির ১১ নেতা কারাগারে

ককটেল বিস্ফোরণ মামলায় (নাশকতার মামলা) নগর বিএনপির ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন শেষে বিএনপির ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন।

১১ নেতাকর্মী হলেন- মো.  সোহেল, রিদোয়ান, মো. বাদশা, আলমগীর, মো. হামিদ, মহিউদ্দিন, সারোয়ার, মো. সেলিম, মোতালেব, মো. মাহাবুব ও মো. নুরুল আবসার।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি ফখরুদ্দিন আহমদ। তিনি বলেন, নাশকতার মামলায় ১১ বিএনপি নেতাকর্মী হাজির হয়ে তাদের আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৮ সালে চাদগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় বিএনপির সক্রিয় নেতা কর্মীরা জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাঠামো ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়। বিষয়টি নজরে পড়লে পুলিশ সেখানে অভিযান চালায়। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরন ঘটানো হয়। এ ঘটনায় চান্দগাঁও থানা পুলিশ বাদী হয়ে বিষ্ফোরক আইনের বিভিন্ন ধারায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা করেন ( চাদগাঁও থানার মামলা নং-৪৭(০৯) ১৮)।

সিভয়েস /এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়