Cvoice24.com


স্ট্যাম্প জালিয়াতির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৫:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২০
স্ট্যাম্প জালিয়াতির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে ১০টাকার মূল্যের জাল স্ট্যাম্প বিক্রির দায়ে হোসেন ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে অভিযান চালিয়ে সিকদার মহল এলাকার এ প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। সেই সাথে জাল স্ট্যাম্পগুলো জব্দ হয়। 

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন।

তিনি জানান, হোসেন ব্রাদার্সে দীর্ঘদিন ধরে ১০ টাকা মূল্যের স্ট্যাম্প জালিয়াতি করে বিক্রির অভিযোগ ছিল। অভিযান চালিয়ে অভিযোগের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী  ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরবর্তীতে এধরনের কাজ থেকে বিরত থাকার জন্য মুচলেকা নেয়া হয়।। 


 

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়