Cvoice24.com


বহদ্দারহাটে বিআরটিএ’র অভিযান, জেল-জরিমানা

প্রকাশিত: ১৪:৩৭, ১৫ সেপ্টেম্বর ২০২০
বহদ্দারহাটে বিআরটিএ’র অভিযান, জেল-জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে নগরের বহদ্দারহাটে সানলাইন বাস কাউন্টার ও বাঁশখালী সুপার সার্ভিসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে আগামী রবিবার বিআরটিএ’র আদালত ১১’তে হাজির হয়ে মালিক সমিতিকে নির্ধারিত ভাড়ার তালিকা জমা দিতে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া একই অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকায় তিন চালককে দেয়া হয়েছে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান এ অভিযান পরিচালনা করেন। 

তিনি বলেন, অভিযান চলাকালে চট্টগ্রাম-বাঁশখালী, চট্টগ্রাম-পেকুয়া, চট্টগ্রাম-মহেশখালী রুটে চলাচলকারী বাঁশখালী সুপার সার্ভিস ও সানলাইন বাসের কাউন্টারের কেউ নির্দিষ্ট ভাড়ার তালিকা দেখাতে পারেনি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বহদ্দারহাট-কাপ্তাই রাস্তার মাথা রোডে চলাচল করা টেম্পো চালকের গাড়ির রেজিষ্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দেখাতে পারেনি। তাই তিনটি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সিভয়েস /আরএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়