image

বন্দরে গাড়ির চাকায় পিষ্ট ট্রেইলার সহকারী

image

চট্টগ্রাম বন্দরে আইসিডি ইয়ার্ডে কন্টেইনার পরিবহনের সময় স্ট্র্যাডেল ক্যারিয়ারের (ফোর-হাই) নিচে পিষ্ট হয়ে মো. জিসান নামের এক ট্রেইলার সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বন্দরের সিসিটি ২ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক। 

তিনি সিভয়েসকে বলেন, 'সকালে আইসিডি ইয়ার্ডে এভাররেস্ট বার্থ অপারেটিং কোম্পানির এক ট্রেইলারের সহকারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া ট্রেইলার সহকারী হলেন আইসিডি ইয়ার্ডে বার্থে অপারেটিং কোম্পানি এভাররেস্টের মো. জিসান (২১)। তিনি ঢাকা মেট্রো–৬৮১-০১৮৩ নম্বর গাড়িতে কর্মরত ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

জানা যায়, মৃত মো. জিসান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি গ্রামের মো. সেলিমের পুত্র।


সিভয়েস/এসবি/এসএইচ

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018