Cvoice24.com


সীমা স্টিলকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

প্রকাশিত: ১৪:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২০
সীমা স্টিলকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

ফাইল ছবি

ছাড়পত্র নবায়নবিহীন প্রতিষ্ঠান পরিচালনা ও শর্তভঙ্গের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।  

বুধবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে এসব জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।

প্রতিষ্ঠানগুলো হল, সীতাকুণ্ডের কেএসএ স্টিলকে (শিপইয়ার্ড) ২ লাখ টাকা ও সীমা স্টিল মিলসকে ৩ লাখ টাকা। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও পৃথক শুনানি শেষে শর্তভঙ্গের দায়ে সীতাকুণ্ডের সীমা অটোমেটিক রি-রোলিং মিলসকে ২০ হাজার টাকা, নোয়াখালী বেগমগঞ্জের গ্লোব ফিসারিজকে ৫০ হাজার টাকা, রাউজানের গাউছিয়া অটো রাইস মিলকে ২০ হাজার টাকা, কুমিল্লা সদরের ক্যালিক্স ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, কক্সবাজার রামুর জেড এমএল ব্রিকসকে ১০ হাজার টাকা, পুকুর ভরাটের দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউনাইটেড সেনেটারিকে ১০ হাজার টাকা ও ছাড়পত্র নবায়নবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে চট্টগ্রামের শাহরাস্তির আল মদিনা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

-সিভয়েস/এমএম/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়