Cvoice24.com

‘মুজিবর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’
কাজীর দেউড়ি থেকে উচ্ছেদ হলো ৩০ অবৈধ দোকান

প্রকাশিত: ১৫:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২০
কাজীর দেউড়ি থেকে উচ্ছেদ হলো ৩০ অবৈধ দোকান

ছবি:সংগৃহীত

নগরীর কাজীর দেউড়ি সংলগ্ন আউটার স্টেডিয়াম এলাকায় ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম সিটি করপোরেশনের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।

চসিক সূত্রে জানা যায়, এ অভিযানে প্রায় ৩০টি দোকানের অবৈধ বর্ধিত অংশ অপসারণ করা হয়। অভিযানের সময় অবৈধভাবে ফুটপাত দখল করায় ভিআইপি টাওয়ার, অ্যাপোলো শপিং সেন্টারসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও লালদীঘির পাড়ে প্রায় ৩০টি দোকান তাদের ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। এ অপরাধে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
   
-সিভয়েস/এসবি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়