Cvoice24.com


পুলিশ বক্সে হামলার ঘটনায় আরও তিন জঙ্গির স্বীকারোক্তি

প্রকাশিত: ১২:০৩, ১৫ অক্টোবর ২০২০
পুলিশ বক্সে হামলার ঘটনায় আরও তিন জঙ্গির স্বীকারোক্তি

নগরের ২ নম্বর গেট পুলিশ  বক্সে বোমা হামলার ঘটনায় করা মামলায় মো. জহির উদ্দিন (২৮), রহমত উল্লাহ প্রকাশ আকিব (২৪) ও মো. আলা উদ্দিন নামের আরও তিন জঙ্গি  আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী এ জবানবন্দি দেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে তিন জঙ্গিকে ১ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। 

এর আগে গত বুধবার ১৪ অক্টোবর মহিবুল আলম ও মাঈনুদ্দিন নামের দুজন জঙ্গি আদালতের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন)  শাহাবুদ্দিন আহমদ।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে নগরের ২ নম্বর গেটে পুলিশের বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় বুধবার (১৪ অক্টোবর) ভোর রাতে লোহাগাড়ার বিভিন্ন স্থান থেকে নব্য জেএমবির এ ৬ সদস্যকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

এনিয়ে এ হামলার সাথে জড়িত থাকার দায়ে আগের ৪জনসহ ১০ জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশের জঙ্গি দমনকারী এ ইউনিটটি। আগের চারজনের পাশাপাশি নতুন গ্রেফতার ৬ জনের বাড়িও চট্টগ্রামের লোহাগাড়ায়।

তারা হলেন- মহিদুল আলম (২৪), মো. জহির উদ্দিন (২৮), মো. মঈন উদ্দিন (২০), মো. আবু সাদেক (১৮), রহমত উল্লাহ প্রকাশ আকিব (২৪) ও মো. আলা উদ্দিন (২৪)। এদের মধ্যে আবু সাদেককে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গতকাল বুধবার  গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন আদালত।

সিভয়েস /এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়