Cvoice24.com

খাতুনগঞ্জ পরিদর্শনে অতিরিক্ত সচিব
‘যৌক্তিক ব্যবসা করলে পেঁয়াজের বাজারে দুরবস্থা থাকতো না’

প্রকাশিত: ১২:৩৫, ২০ নভেম্বর ২০২০
 ‘যৌক্তিক ব্যবসা করলে পেঁয়াজের বাজারে দুরবস্থা থাকতো না’

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেটে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে বৈঠককালে বাণিজ্য মন্ত্রণালেয়র অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান

ব্যবসায়ীরা যৌক্তিক পর্যায়ে ব্যবসা করলে পেঁয়াজের বাজারে দুরবস্থা থাকতো না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেটে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে বৈঠককালে এ মন্তব্য করেন তিনি। 

গত বেশ কয়েকদিন ধরে গণমাধ্যমে নিম্মমানের ও পচে যাওয়া পেঁয়াজ আমদানি হচ্ছে বলে অভিযোগ জানিয়ে আসছিলেন আড়তদাররা। ফলে প্রকৃত ব্যবসায়ীরা পুঁজি হারানোর শঙ্কা করছিলেন। এমন পরিস্থিতি বাজার ঘুরে দেখে গেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুজ্জামান।

খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে অতিরিক্ত সচিব শফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘চাহিদার চেয়ে অধিক পেঁয়াজ আমদানি করায় পেঁয়াজ পঁচে যাচ্ছে। পঁচে যাওয়া এসব পেঁয়াজ ময়লার ভাগাড়ে ফেলে দিচ্ছেন। ব্যবসায়ীদের এ ক্ষতি পুষিয়ে নিতে আমরা টিসিবির মাধ্যমে তাদের কাছ থেকে পেঁয়াজ কেনার চিন্তা-ভাবনা করছি।আগামী রোববার (২২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভা রয়েছে। সভায় বিষয়টি আলোচনা করা হবে।’

প্রতিদিন সারাদেশে টিসিবির ৬০০ টন পেঁয়াজ বিক্রির কথা উল্লেখ করে শফিকুজ্জামান বলেন, ‘আগামী বছরের জানুয়ারি পর্যন্ত টিসিবির পেঁয়াজের কোনো ঘাটতি নেই। যদি টিসিবি খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ কিনে সেটিও জানুয়ারির পর।’

বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্দরের সকল চার্জ মওকুফ ও সেখানে পেঁয়াজ রাখার সময় সীমা বৃদ্ধির দাবি জানানো হয়।

-সিভয়েস/এমএন

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়