Cvoice24.com


চট্টগ্রামসহ ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ০৭:৫৯, ২১ নভেম্বর ২০২০
চট্টগ্রামসহ ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বেশিরভাগ আকাশজুড়ে মেঘের ঘনঘটা থাকবে। থাকবে কুয়াশাও।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর-পশ্চিম ও উত্তর দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল রোববার থেকে আকাশ পরিষ্কার ও তাপমাত্রা কমে শীত পড়বে বলেও পূর্বাভাসে বলা হয়।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘এই সময়ে এই ধরনের হালকা বৃষ্টি হয়ে থাকে। রোববার থেকে পরিস্থিতির উন্নতি হবে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে এই কুয়াশা আর বৃষ্টি হচ্ছে।’

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়