Cvoice24.com


‌‌‘মানুষকে নয়, করোনাকে লকডাউন করতে চাই’ 

প্রকাশিত: ১১:৪৪, ২১ নভেম্বর ২০২০
‌‌‘মানুষকে নয়, করোনাকে লকডাউন করতে চাই’ 

চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য চসিক প্রশাসক হিসেবে মাঠে নেমেছি। তাই ‘মানুষকে নয়, করোনাকে লকডাউন করতে চাই।’

আজ শনিবার (২১ নভেম্বর) নগরীর কর্নেল হাটে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নাগরিক সচেতনতামূলক অভিযানে তিনি একথা বলেন। 

অভিযানকালে তিনি কর্নেল হাট এলাকায় বিপনি বিতান ও উত্তর কাট্টলীর কয়েকটি রোড এবং নির্মাণাধীন কালভাটের কাজসহ চসিক মোস্তফা হাকিম হাসপাতাল পরিদর্শন করেন।

চসিক প্রশাসক বলেন, মাস্ক নিজেকে পরতে হবে, অন্য কেউ পরাতে ভূমিকা রাখতে হবে। মাস্ক ছাড়া কেউ বাজারে ঢুকলে তাকে এড়িয়ে চলতে হবে। গণপরিবহনে মাস্ক ছাড়া কোন যাত্রী তোলা যাবে না। মানুষ যদি বেপরোয়া হয়, তা নিজেরাই নিজেদের দুঃখ ডেকে আনবে।

অভিযানকালে সাথে ছিলেন উত্তর কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেছার উদ্দিন আহমদ মঞ্জু, সমাজ সেবক আলী আজগর চৌধুরী, সফিউল আলম চৌধুরী, আলাউদ্দিন আহমদ চৌধুরী, মহিউদ্দিন আহমেদ চৌধুরী, আবু তাহের চৌধুরী, সাইফুদ্দিন আহমদ সাকী, মো. নুরুদ্দীন চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, মো. আবদুস সালাম, হারুনুর রশীদ, নুরুল কবির চৌধুরী, বিপ্লব দত্ত, আবু সুফিয়ান, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোর্শেদুল আলম চৌধুরী ও পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা।

-সিভয়েস/এইচবি/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়