Cvoice24.com


মাস্ক, চকলেট নিয়ে কোতোয়ালী পুলিশের অভিনব উদ্যোগ

প্রকাশিত: ১৬:০৭, ২১ নভেম্বর ২০২০
মাস্ক, চকলেট নিয়ে কোতোয়ালী পুলিশের অভিনব উদ্যোগ

বিট পুলিশিংকে জনপ্রিয় করতে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে মাস্ক ও চকলেট বিতরণ করেছেন কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউড়ি মোড় ও এর আশেপাশে এ কর্মসূচী পালন করা হয়। 

এসময় সাধারণ মানুষের চলার পথ ফুতপাত দখল করে তৈরি করা অসংখ্য ভ্রাম্যমাণ দোকান ও অবৈধভাবে পার্কিং করা ভ্যানও উচ্ছেদ করেন কোতোয়ালী থানা পুলিশ।

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন সিভয়েসকে বলেন, ‘মূলত বিট পুলিশিংকে মানুষের মাঝে পরিচিত করতেই আমাদের এই আয়োজন। শুরুতে আমরা কাজীর দেউড়ি ১ নং বিট এলাকার মানুষের কাছে গিয়েছি। পর্যায়ক্রমে আরও ৮টি বিট এলাকার মানুষের কাছে আমরা যাব।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষকে আমরা বুঝাতে চাই, পুলিশ জনগণের বন্ধু। অনেক সময় দেখা যায়, অনেকেই থানায় আসতে ভয় পায়। মূলত সেই ভয় কাটাতেই আমাদের এই উদ্যোগ’

পুলিশ সূত্রে জানা যায়, থানার কাজকে আরও গতিশীল এবং মানুষের মাঝে থাকা পুলিশভীতি দূর করতে বিট পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার। তারই অংশ হিসেবে কোতোয়ালী থানাকে ৯টি বিটে ভাগ করা হয়।

-সিভয়েস/এসএইচ/এএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়