Cvoice24.com


আনোয়ারায় স্বাস্থ্যহানির ঝুঁকি নিয়ে ক্লিনিক পরিচালনা, জরিমানা

প্রকাশিত: ১৩:১২, ৩ ডিসেম্বর ২০২০
আনোয়ারায় স্বাস্থ্যহানির ঝুঁকি নিয়ে ক্লিনিক পরিচালনা, জরিমানা

ছবিঃ সিভয়েস

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বাস্থ্যহানির ঝুঁকি নিয়ে ক্লিনিক পরিচালনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার সাইনিং ডায়গনস্টিক সেন্টার, দি ল্যাব এইড, ছায়াপথ ক্লিনিক, স্টার ল্যাবকে জরিমানা করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ‌‘স্টার ল্যাব’কে ৫ হাজার টাকা, স্বাস্থ্যহানির ঝুঁকি নিয়ে ক্লিনিক পরিচালনা করার কারণে ‘ছায়াপথ ক্লিনিক এন্ড হসপিটাল’কে ২৫ হাজার টাকা এবং অন্য দুই প্রতিষ্ঠানসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ সাইফুদ্দীন বলেন, ‘স্বাস্থসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। কিন্তু স্বাস্থ্যসেবা প্রদানের নামে যারা ঝুঁকিপূর্ণ সেবা প্রদান করবে তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান।’ 

আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আনোয়ারা প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়