Cvoice24.com


রোহিঙ্গাদের ‘স্বপ্ন’র ভাসানচর নিরাপদ জীবনের গন্তব্য

প্রকাশিত: ০৯:৩৩, ৪ ডিসেম্বর ২০২০
রোহিঙ্গাদের ‘স্বপ্ন’র ভাসানচর নিরাপদ জীবনের গন্তব্য

ছবি: সিভয়েস

নোয়াখালীর হাতিয়া উপজেলার নৈসর্গিক পরিবেশে ভাসানচর। সেখানেই নির্মাণ করা হয়েছে বাসস্থানসহ নান্দনিক সব স্থাপনা। প্রকৃতি ও স্থাপনা মিলে সত্যি এক অপরূপ দৃশ্য। কোনো চর ঘিরে নয়নাভিরাম এমন দৃশ্য যেন কল্পনারও বাইরে।

নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে ঝুপড়ি ছেড়ে সেইসব অট্টালিকায় উঠছে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা। ঘিঞ্জি শিবিরে থাকার চাইতে তারা ভাসানচরের আধুনিক বাড়িঘরে যাওয়াটাকেই শ্রেয়তর মনে করছেন। 

বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রথম দলটি নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা করে এবং চট্টগ্রামে এসে অবস্থান করে।

আজ শুক্রাবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরের উদ্দেশে সাতটি জাহাজ রওনা দেয়।

আরও সাড়ে ৩ হাজার রোহিঙ্গাকে আজ পতেঙ্গা হয়ে ভাসানচরে পাঠানোর হবে এবং ১ সপ্তাহের মধ্যে এ স্থানান্তর কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়