Cvoice24.com

দুই বছর পর চট্টগ্রামে তাজিয়া মিছিল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ৯ আগস্ট ২০২২
দুই বছর পর চট্টগ্রামে তাজিয়া মিছিল

আজ ১০ মহররম পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে দিনটি বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকরূপে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। পবিত্র আশুরা উপলক্ষে কারবালা স্মরণে তাজিয়া মিছিল করেছে চট্টগ্রামের শিয়া ইমামিয়া ইশনা আশারা সদরঘাট ইমামবারগাহ। 

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে নগরের সদরঘাট ইমাম বাড়ি থেকে শোক মিছিল বের হয়। মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে শোক মিছিলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

ইমাম হোসাইন (রা.)’র শাহাদাত বরণ উপলক্ষ্যে আগুনের ফুলকি ছড়াচ্ছে যুবক।

গত দুই বছর করোনাকালীন সময়ে মিছিল করতে পারেনি ধর্মপ্রাণ মুসলমানরা।

কারবালার প্রতীকি যুদ্ধ।

ক্ষুদে শিশুর লাঠি ঘুরানো দেখে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

মিছিলে অংশগ্রহণ করেছে স্বপ্না রানী।

মিছিলে ৬ মাসের শিশু নিয়ে বকুল।

নারে তাকবীর আল্লাহু আঁকবর।

ইমামের ঘোড়া।

সর্বশেষ

পাঠকপ্রিয়