Cvoice24.com

জাহাজ চলাচল সচল রাখতে কর্ণফুলীতে ড্রেজিং

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ২০ মার্চ ২০২১
জাহাজ চলাচল সচল রাখতে কর্ণফুলীতে ড্রেজিং

কর্ণফুলীতে চলছে ড্রেজিং

পাহাড়ি খরস্রোতা কর্ণফুলী নদীর পার্বত্য অঞ্চলের উজানভাগ থেকে অবিরাম ভাটির দিকে আসছে পলি-বালি ও মাটি। বালি-মাটি জমা হচ্ছে কর্ণফুলী মোহনার তলদেশে। উজানের পলি-বালি সাগরের দিকে স্বাভাবিক প্রক্রিয়ায় অপসারণের হার খুবই কম। আর এই নদীটিই দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ প্রধান বন্দরের ধারক।

বন্দরের নেভিগেশনাল কার্যক্রম তথা স্বাভাবিক জাহাজ চলাচলকে সচল রাখার লক্ষ্যে চলছে নিয়মিত ড্রেজিং। ছবিটি কর্ণফুলী নদীর ১২নং ঘাট এলাকা তুলেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী।

সর্বশেষ

পাঠকপ্রিয়