Cvoice24.com

তীব্র গরমে প্রাণীকূলেও হাঁসফাস

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ২১ মে ২০২১
তীব্র গরমে প্রাণীকূলেও হাঁসফাস

তাপদাহে দিশেহারা কাকটি পানির পাইপে তৃষ্ণা মিটানোর চেষ্টা করছে

দেশজুড়ে তাপদাহ চলছে গত বেশ কয়েকদিন ধরেই। জ্যৈষ্ঠের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন ও প্রাণীকূল। রুক্ষ আবহাওয়ায় গাছের পাতাও যেন নড়ছে না। সকালের সূর্য উদয় হচ্ছে আগুনের হলকা নিয়ে। বেলা দশটার মধ্যেই উত্তপ্ত হচ্ছে আবহাওয়া। সময় যত গড়ায় তাপদাহ ততই বাড়তে থাকে।

সকাল থেকেই ঠা ঠা রোদে শুরু হচ্ছে দিন। প্রতিদিন একটু একটু করে বাড়ছে সূর্যের তাপ। প্রচণ্ড গরমে বেলা বাড়তেই পথে-ঘাটে কমে যাচ্ছে লোকের সংখ্যা। তাপপ্রবাহের জেরে ঘেমেনেয়ে একাকার মানুষ। কাজের সূত্রে সারা দিনের জন্য যাদের রাস্তায় থাকতে হচ্ছে, তাদের অবস্থা তো দফারফা।

এতে সবচেয়ে বেশি কঠিন সময় পার করছেন সেই সব মানুষ যারা কায়িক শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। কাজের সূত্রে সারা দিনের জন্য যাদের রাস্তায় থাকতে হচ্ছে, তাদের অবস্থা তো দফারফা।

অন্যদিকে বেকায়দায় পড়েছে টিনের চালার ঘরের বসবাসকারী মানুষ। তাপ যেন টিনের চুইয়ে নীচে নামছে। ফলে ঘরে থাকাও দায় হয়ে পড়েছে। বড় বড় দালাকোঠা ছাদের উপরের পানির ট্যাঙ্কিও ফুটন্ত পানির আধারে পরিণত হচ্ছে।

জ্যৈষ্ঠের এই তীব্র তাপদাহে মানুষের পাশাপাশি হাঁসফাস করছে পশু-পাখিরাও। একটু স্বস্তি মিলছে না কোথাও।

তাপদাহে দিশেহারা কাকটি পানির পাইপে তৃষ্ণা মিটানোর চেষ্টা করছে। ছবিগুলো শুক্রবার (২১ মে) নগরের বায়েজিদ থানার অক্সিজেন চলুচরা এলাকা থেকে তোলা। ছবি তুলেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী।

সর্বশেষ

পাঠকপ্রিয়