Cvoice24.com

ইয়াসের প্রভাবে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে পতেঙ্গা সমুদ্র উপকূলে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৫, ২৬ মে ২০২১
ইয়াসের প্রভাবে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে পতেঙ্গা সমুদ্র উপকূলে

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার ভোর রাত থেকে চট্টগ্রামে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি সমুদ্রের উপকূলে জোয়ারের উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সাগরের বড় বড় ঢেউ সমুদ্র তীরে আঁছড়ে পড়ছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে পতেঙ্গা এলাকার উপকূলবর্তী অঞ্চলসহ নগরের নিম্নাঞ্চল। সমুদ্রের প্রবল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে প্রবেশ করছে পানি। অনেকের বাসা ও দোকানেও পানি প্রবেশ করেছে। ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে দমকা হাওয়া বইলেও সকাল থেকে গুমোট আবহাওয়া বিরাজ করছে চট্টগ্রামে। ছবিগুলো বুধবার দুপুরে তুলেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী।

সর্বশেষ

পাঠকপ্রিয়