Cvoice24.com
corona-awareness

ভোগান্তি এড়ানোর বাহন সাইকেল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ৪ জুন ২০২১
ভোগান্তি এড়ানোর বাহন সাইকেল

নগরীর সদরঘাটের অমর চাঁদ রোড। ছবিঃ সিভয়েস

পরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেলকে গুরুত্ব দেওয়া হয়। কারণ সাইকেল যানজট নিরসন ও সময় বাঁচানোর ‘স্মার্ট’ সমাধান। সাইকেল নিয়ে যেকোনো জায়গায় যাওয়া যায়। গন্তব্যেও পৌঁছানো যায় নির্ধারিত সময়ে। বাস, অটোরিকশা কিংবা অন্য কোনো গাড়ির জন্য অপেক্ষা করতে হয় না। তবে করোনা মহামারি ও ঈদের ছুটির রেশ কাটিয়ে চট্টগ্রামের সাইকেল মার্কেটগুলো খুললেও এখনো নগর জীবনের কর্মব্যস্ততা শুরু না হওয়ায় ক্রেতা সমাগমের উপস্থিত কম বলে জানান বিক্রেতাগণ। ছবিগুলো নগরীর সদরঘাটের অমর চাঁদ রোড থেকে তুলেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়