Cvoice24.com

কর্ণফুলীর বুকে পলিথিনের চর!

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ২৩ জুন ২০২১
কর্ণফুলীর বুকে পলিথিনের চর!

কর্ণফুলী নদীতে পলিথিনের কারণে পদে পদে বিঘ্নিত হচ্ছে চলমান খনন কাজ।

কর্ণফুলীর সর্বনাশ ডেকে আনছে পলিথিন। দীর্ঘদিন ধরে পলিথিন জমতে জমতে কর্ণফুলী নদীর অবস্থা হয়ে উঠছে শোচনীয়। এমনকি নদীর তলদেশে আর মাটিই খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু পলিথিন আর পলিথিন। পলিথিনের কারণে পদে পদে বিঘ্নিত হচ্ছে নদীতে চলমান খনন কাজ।

চট্টগ্রামের ছোট ছোট নালা-নর্দমার পলিথিন কর্ণফুলীতে এসে পড়ে। বিভিন্ন গবেষণা বলছে, নদীর তলদেশে ইতোমধ্যেই পড়েছে ২৫ ফুটের পলিথিন আস্তরণ। খাল-নালা হয়ে নদীতে পড়া এসব পলিথিন কর্ণফুলী নদীর পাশাপাশি নতুন সংকটের কারণ হয়েছে বঙ্গোপসাগরের জন্যও। 

একদিকে চলছে খনন কাজ, অন্যদিকে প্রতিদিন নদীতে পড়ছে লাখ লাখ পলিথিন। ইতোমধ্যে প্রতিটি খালের মুখ ঘিরে পানির উপরে তৈরি হয়েছে পলিথিনের বিশাল স্তূপ। যেন কর্ণফুলীর বুকে তৈরি হয়েছে ‘পলিথিনের চর’। 

দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদীর এমন দুরবস্থায় সরাসরি প্রভাব পড়ছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমেও। ইতোমধ্যে বন্দরের এক নম্বর জেটিসহ বিভিন্ন এলাকা পুরোপুরি ভরাট হয়ে হারিয়েছে নাব্যতা। খননের পাশাপাশি দ্রুত কার্যকরী ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা না হলে অচিরেই হারিয়ে যেতে পারে কর্ণফুলী— এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। 

বুধবার ছবিগুলো তুলেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী।

সর্বশেষ

পাঠকপ্রিয়