Cvoice24.com

গণপরিবহন শূন্য সড়কে রিকশার দাপট, বাড়তি ভাড়ায় জনদুর্ভোগ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ২৮ জুন ২০২১
গণপরিবহন শূন্য সড়কে রিকশার দাপট, বাড়তি ভাড়ায় জনদুর্ভোগ

সীমিত পরিসরে সোমবার (২৮ জুন) ভোর থেকে শুরু হওয়া লকডাউনে রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ। তবে খোলা রয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এতে অফিসগামী চাকরিজীবীরা পড়েছেন বিপাকে। কেউ হেঁটে আবার কাউকে প্রচলিত রিকশা ভাড়ার তিনগুণ দিয়ে পৌঁছতে হচ্ছে গন্তব্যে।

নিষেধাজ্ঞার প্রথমদিনে সাধারণের তুলনায় প্রায় কয়েকগুণ চাহিদা বেড়েছে রিকশার। তবে এই চাহিদা মূলত অফিসগামী লোকজনের। রাস্তায় ফাঁকা রিকশা পাওয়ায়ই যেন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 

গণপরিবহন না থাকায় কোনো রিকশা এলেই অপেক্ষারত যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন। এর সুযোগ নিচ্ছেন রিকশাচালকরাও। চেয়ে বসছেন কয়েকগুণ ভাড়া। নিরুপায় হয়ে তাতেই চড়তে হচ্ছে।

সরেজমিনে সকাল ৮টা থেকে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, চকবাজার, অক্সিজেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গণপরিবহনের জন্য অপেক্ষারত অগণতি মানুষের ভিড় দেখা যায়। এদের মধ্যে বেশিরভাগই অফিসগামী। রিকশাচালকদের দাপটে অনেকটা অসহায় সবাই। গন্তব্য একই স্থানে হওয়ায় অনেককে ভাড়া ভাগাভাগি করেও রিকশায় উঠতে দেখা গেছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়