Cvoice24.com

ছবিতে লকডাউন শেষে স্বরূপে নগর ফেরার চিত্র

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১, ১১ আগস্ট ২০২১
ছবিতে লকডাউন শেষে স্বরূপে নগর ফেরার চিত্র

কাক ডাকা ভোরে ইট পাথরের শহরের অলিগলিতে রিকশার টুংটাং শব্দ। গলি ছেড়ে দু’কদম এগিয়ে মূল সড়কে গেলেই চোখে পড়ছে নগর জীবনের যান্ত্রিক ছোঁটাছুটি। কেউ যাবেন অফিসে, কেউ যাবেন গার্মেন্টস কারখানায়। কেউবা ব্যবসা প্রতিষ্ঠানে। কারো হাতে সময় নেই। সবাই ব্যস্ত জীবনের চাকা চালাতে। লকডাউন শেষে বন্দিজীবন থেকে মুক্তি পেয়ে অভাব-অনটন পুষিয়ে নেয়ার প্রাণপণ চেষ্টায়। জীবনের চাকা ঘুরাতে যখন মরিয়া, স্বাস্থ্যবিধি মানার কথা ভুলে গেছেন অনেকেই। অন্যদিকে গণপরিবহণগুলোও ভোর থেকে দাঁপিয়ে বেড়াচ্ছে শহরজুড়ে। তবে পারেনি চিরচেনা দ্বিগুণ ভাড়া আদায়ের স্বভাব বদলাতে। বুধবার (১১ আগস্ট) নগরের আগ্রাবাদ, টাইগারপাস, লালখানবাজার, জিইসি, নিউমার্কেটসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে দেখা যায়, দীর্ঘ ১৯ দিনের কড়া লকডাউন শেষে প্রাণ সঞ্চার হয়েছে নগরের সকল প্রান্তে। 

 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়