Cvoice24.com

কর্মবিরতি: চট্টগ্রামেও চলছে না বাস-ট্রাক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১২, ৫ নভেম্বর ২০২১
কর্মবিরতি: চট্টগ্রামেও চলছে না বাস-ট্রাক

সড়কের একপাশে সকাল থেকেই সারিবদ্ধভাবে রাখা হয়েছে ট্রাকগুলো। ছবিঃ সিভয়েস

পূর্ব ঘোষণা ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামেও বন্ধ রয়েছে বেশিরভাগই গণপরিবহন। শহর থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার বাসও। সে সঙ্গে চলছে না কোন আন্তঃপরিবহন ও পণ্য পরিবহনের ট্রাক-কাভার্ডভ্যানও।

এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে নগরের সড়কে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। তবে কয়েকটি মিনিবাসসহ সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি রিকশা চলাচল করতে দেখা গেছে। শুক্রবার হওয়ায় যাত্রী সংখ্যা অন্যদিনের তুলনায় কম থাকলেও যাত্রীদের দিতে হয়েছে বাড়তি ভাড়া।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামেও বন্ধ পণ্য পরিবহনের ট্রাক-কাভার্ডভ্যান।

সড়কগুলোতে মিনিবাসসহ কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

গন্তব্যে যেতে ভরসা রিকশা–অটোরিকশা বা নিজের গাড়ি।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়