Cvoice24.com

ফসলের মাঠজুড়ে টমেটো চাষ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১, ১১ নভেম্বর ২০২১
ফসলের মাঠজুড়ে টমেটো চাষ

বিস্তৃত ফসলের মাঠজুড়ে চাষ হচ্ছে টমেটো। ছবিঃ সিভয়েস

ইট-পাথরের নগরীতে শীতের আগাম সবজি চাষে বিপ্লব ঘটিয়েছে কৃষকেরা। বিস্তৃত ফসলের মাঠজুড়ে চাষ হচ্ছে টমেটো। দু’চোখ জুড়ে শুধু টমেটো ক্ষেতের মাঠ। আর কাঁচা পাকা টমেটোর ঘ্রাণ। এমন দৃশ্যই জানান দেয় ওখানেই টমেটো চাষের একচ্ছত্র রাজত্ব। সবকিছু উপেক্ষা করে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষিরা।

চাষীরা জানান, নগরবাসীর চাহিদা মিটিয়ে এসব টমেটো মধ্য প্রাচ্যেও রপ্তানি হচ্ছে। পাইকারি বাজারে এসব টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫-৭৫ টাকা। ছবিগুলো বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে তুলেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী।

সর্বশেষ

পাঠকপ্রিয়