নববর্ষ বরণে ব্যস্ত চারুকলার ‘একান্নবর্তী পরিবার’
সিভয়েস প্রতিবেদক

নববর্ষ বরণে ব্যস্ত চারুকলার ‘একান্নবর্তী পরিবার’। -ছবিঃ দেবাশীষ চক্রবর্তী
‘লাল পাড়ের ওই শাড়ির আচল, আলতা পায়ে খুশির নাচন
ইলশে ভাজা পান্তা খাওয়া, সব বাধার আজ খুলছে বাঁধন
পাগলা মনের খুশির ভিড়ে বৈশাখী রঙ লাগলো প্রাণে
আইলো আইলো রে-
আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে’
আর একদিন পরেই আসছে বাঙ্গালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ ১৪২৯। ‘শিল্পের প্রয়োজন; বিবেকের জন্য, জীবনের জন্য' এই প্রতিপাদ্য -কে সামনে রেখে এবার নববর্ষের বিশেষ আয়োজন মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে ব্যস্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার ‘একান্নবর্তী পরিবার’। মহামারী করোনার কারণে গত ২ বছর ধরে বৈশাখের আয়োজন বন্ধ থাকার পর এই বছর নতুন উদ্যমে ব্যস্ততম দিন পার করছেন চারুকলার শিক্ষার্থীরা। চারুকলা ছাড়াও এবার চট্টগ্রামের ডিসি হিল আর সিআরবিতে পালিত হবে বাঙালির সার্বজনীন বৈশাখি উৎসব।
-সিভয়েস/ডিসি/এএ