Cvoice24.com

সুঁই-সুতায় প্রাণ ফিরেছে ঝাউতলার বিহারী কলোনিতে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১, ১৯ এপ্রিল ২০২২
সুঁই-সুতায় প্রাণ ফিরেছে ঝাউতলার বিহারী কলোনিতে

ঈদকে সামনে রেখে প্রাণ ফিরেছে চট্টগ্রামের ঝাউতলার বিহারী কলোনিতে। নগরের ঝাউতলার বিহারী কলোনির কারিগররা ব্যস্ততার মধ্যে দিনপার করছে। কারিগরের হাতের নিপুণ ছোঁয়ায় ফুটে উঠেছে কারুকার্য খচিত ঈদের পোশাক। সুঁই-সুতায় কাপড়ে সৌন্দর্য আর আভিজাত্য ফুটিয়ে তুলছে তারা। ছবিগুলো মঙ্গলবার বিকেলে তুলেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়