Cvoice24.com

চট্টগ্রাম, সোমবার ২৭ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

সিভয়েসের ক্যামেরায় চট্টগ্রামের ফুটপাতে মধ্যরাতের ঈদবাজার

দেবাশীষ চক্রবর্তী

প্রকাশিত: ২০:১৯, ২৭ এপ্রিল ২০২২
সিভয়েসের ক্যামেরায় চট্টগ্রামের ফুটপাতে মধ্যরাতের ঈদবাজার

নগরে জমে উঠেছে ঈদ বাজার উৎসব। ঈদের আমেজে ব্যস্ত সময় পার করছে নগরের নিউ মার্কেট এলাকার ফুটপাতের দোকানিরা। পাঞ্জাবী থেকে শুরু করে শার্ট-প্যান্ট ও নানা বাহারির সু-স্যান্ডেলের দোকানে ক্রেতায় ভরপুর এই মাকেট চত্বর। 

ক্রেতার মনোযোগ আকর্ষণ কাড়তে কেউবা বলছে ‘এক দাম ৩০০’ কেউবা বলছে ‘এক দাম ১৫০।’

চট্টগ্রামে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের ঈদের কেনাকাটার প্রথম পছন্দ ফুটপাতের দোকান।

গত দুই বছরের ঈদের আগে তেমন লাভের মুখ দেখতে না পারায় এখনো গ্রামের বাড়ি যেতে পারেনি সাইফুল্লা।  ঠিক করেছে এইবারের ঈদে গ্রামে গিয়ে পরিবারকে সময় দিবে। এখনও পর্যন্ত ২০ হাজার টাকার পণ্য বিক্রি করেছে সাইফুল্লা। চাঁদ রাতের আগের দিনের অগ্রিম বাসের টিকেট কিনে বাকি স্যান্ডেল বিক্রির তোড়জোড়।

অন্যদিকে মুহিন খাতা খুলে দেখে নিচ্ছিল; আজকের বিক্রির হিসাব।

ঈদে ছোট বড় সকলের কাছে পছন্দের বস্তু হলো নতুন টাকার নোট। তা ১০ টাকা হোক বা ১ হাজার সবাই চায় নতুন টাকা। তাই ইমরান ২ হাজার টাকার নতুন নোট হিসেব করে নিচ্ছে। 

সাবরিনা ও তাঁর মা এসেছে অসুস্থ বাবার জন্য পাঞ্জাবী কিনতে। আজকেই ঈদের বোনাস পেয়েছে সে!

আর টিপু ভাবছে কোন জুতা নিবে ঈদ উপলক্ষ্যে 

এই বছর ফুটপাতে কাপড়ের নতুন ব্যবসায় হাতেখড়ি হল জালালের। তাই ক্রেতার চাপ সামাল দিতে একটু বেগ পেতে হচ্ছে তাকে।   

 বছরের পর বছর ধরে ফুটপাত ঘিরে বিশাল মার্কেটে পরিণত নগরের এই স্থান। অল্প দামে হোক বা দর কষাকাষি করে হোক; সমাজের কিছু মানুষের কাছে ঈদ বাজারের প্রথম পছন্দ নিউ মার্কেটের ফুটপাত এলাকা চত্বর।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়