Cvoice24.com

চট্টগ্রাম, সোমবার ২৭ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ছবিতে সীতাকুণ্ডে বিস্ফোরণের ভয়াবহতা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫১, ৫ জুন ২০২২
ছবিতে সীতাকুণ্ডে বিস্ফোরণের ভয়াবহতা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার ঘটনার ১৯ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনো ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে আছে সীতাকুণ্ডের আকাশে। দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, কনটেইনারগুলোতে হাইড্রোজেন পার অক্সাইড দাহ্য কেমিক্যাল পুড়ছে। তাই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ লাশ হয়েছেন ৪৫ জন এবং  চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অন্তত দুই শতাধিক মানুষ।

সবশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে ঘটনাস্থলে সীতাকুণ্ড, ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লারসহ দেড় শতাধিক সদস্যরা উদ্ধার অভিযানে সহায়তা করছেন। এছাড়া ঘটনাস্থল থেকে দগ্ধ আহত ও মৃতদের আনা নেওয়ার কাজে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স কাজ করছে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে এ আগুনের ঘটনা ঘটে।

সম্পর্কিত বিষয়:

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়