নিষেধাজ্ঞা শেষ, ইলিশ নিয়ে তীরে ফিরছে জেলেরা
সিভয়েস প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ২৪ জুলাই ২০২২

ইলিশসহ সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে দীর্ঘ ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেরা সাগরে ইলিশ শিকার শেষে ফিরছে তীরে। ছবিটি রবিবার চট্টগ্রামের পতেঙ্গার কাঠগড় সাগর পাড় থেকে তোলা।
চট্টগ্রামের পতেঙ্গার কাঠগড়ে গিয়ে দেখা যায়, জেলেরা ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সকাল থেকে ট্রলারে জালসহ মাছ শিকারের সরঞ্জাম তুলে মাছ শিকারে সাগরে ঝাঁপ দিচ্ছেন জেলেরা।
নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। এতদিন পর কর্মে ফিরে আশানুরূপ মাছ পেয়ে খুশি তারা।