Cvoice24.com

চট্টগ্রাম, সোমবার ২৭ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ভয়াবহ যানজটে স্থবির নগর জীবন, দুর্ভোগে মানুষ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ১৯ অক্টোবর ২০২২
ভয়াবহ যানজটে স্থবির নগর জীবন, দুর্ভোগে মানুষ

ছবিগুলো মঙ্গলবার নগরের খুলশী, নিউমার্কেট ও দেওয়ানহাট এলাকার তোলা।

চট্টগ্রামজুড়ে ভয়াবহ যানজটে অতিষ্ঠ  নগরবাসী। সকালে অফিসগামী মানুষের রুদ্ধশ্বাস ছোটাছুটি। অথচ ঘণ্টার পর ঘণ্টা সময় কাটছে গাড়িতে। গন্তব্যে যেতে যানবাহন পেতেই সময় চলে যায় অনেকটা। এরপরও যানবাহন চলে কচ্ছপের গতিতে।  

আধা ঘণ্টার পথ যেতে লেগে যাচ্ছে ঘণ্টার বেশি। অগত্যা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মাইলে পর মাইল পাড়ি দিচ্ছেন অনেকেই। নগরে যানজটে ভেঙ্গে পড়েছে পুরো ট্রাফিক ব্যবস্থাপনা। জ্যামে আটকে থাকা সময়ের হিসাব একেক নগর ও শহরের একেক রকম। 

পথঘাটের জ্যাম শব্দটি রীতিমত ভীতিকর হয়ে উঠছে চট্টগ্রামবাসীর জন্য। এমন কোন দেশ নেই যেখানে সড়কে যানবাহনের (ট্রাফিক) জ্যাম নেই। জ্যাম হয়। সঠিক ট্রাফিক সিগন্যালে দ্রুত ছুটেও যায়। মানুষ বাড়ছে। মানুষের কাজ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন। এটাই স্বাভাবিক। তবে এই স্বাভাবিক অবস্থা মেনে নিয়ে জীবনে চলতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। জ্যাম নিয়ে চিৎকার।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়