Cvoice24.com

ঘূর্ণিঝড় সিত্রাং/
ছবিতে লণ্ডভণ্ড পতেঙ্গার সাগরপাড়ের ঘরবাড়ি

সিভয়েস ডেস্ক
১৯:৩০, ২৫ অক্টোবর ২০২২
ছবিতে লণ্ডভণ্ড পতেঙ্গার সাগরপাড়ের ঘরবাড়ি

নিজের সর্বস্ব হারিয়ে নিঃস্ব রাখাল দাশ অপলক তাকিয়ে আছে সমুদ্রের দিকে। গেল বছর মহাজন থেকে ঋণ দিয়ে বাঁধেন বেড়ার ঘর। একরাতেই বিধ্বস্ত সেই ঘর। বাবার রেখে যাওয়া লাল বোটই উপার্জনের একমাত্র সম্বল তার। সেটিও ভেসে গেছে উত্তাল সাগরে।
রাখাল দাশের মতো বাড়িঘর গুঁড়িয়ে গেছে নগরের পতেঙ্গা রিং রোড এলাকার দেড় হাজার পরিবারের।