Cvoice24.com

আবর্জনাতেই জীবিকার সন্ধানে তারা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ১৯ জানুয়ারি ২০২৩
আবর্জনাতেই জীবিকার সন্ধানে তারা

এই ছাড়াও নদী ও সাগরে ফেলা হচ্ছে শত শত কেজি প্লাস্টিক পণ্য।
ফেলে দেওয়া প্লাস্টিক পণ্য সংগ্রহের কাজে ও রিসাইক্লিং কারখানা কাজ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হতদরিদ্র নারী-শিশুসহ অসংখ্য মানুষ।
কম মজুরি নিয়ে জীবন-জীবিকার তাগিদে বেছে নিতে হয়েছে তাঁদের এই পেশা।
জীবিকার পাশপাশি ঝুঁকি নিয়ে প্লাস্টিক কুড়িয়ে রক্ষা করছে পরিবেশের ভারসাম্যও।
এসব প্লাস্টিক সামগ্রীকে ঘিরে এ আঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য রিসাইক্লিং কারখানা।
পরিবেশ রক্ষা ও প্লাস্টিক রিসাইক্লিং শিল্পকে বাঁচিয়ে রাখা তাদের অবদান অতুলনীয়। 
অন্যদিকে রিসাইক্লিং কারখানাগুলো এসব প্লাস্টিক পণ্য প্রক্রিয়া করে বিদেশে রপ্তানি করে থাকেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়