মাস দুয়েক আগেও বিস্তর এলাকাজুড়ে ছিল অবৈধভাবে গেঁড়ে বসা হোটেল-রেস্টুরেন্টসহ শতাধিক অবৈধ স্থাপনা। চট্টগ্রামের ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক মেরিন ড্রাইভ এলাকায় প্রায় এক হাজার কোটি টাকার মূল্যমানের এ জায়গায় এখন দখলদার নয় শোভা পাচ্ছে দেশি-বিদেশি হরেক রকম ফুল। ১৯৪ একর খাস জমিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন ফ্লাওয়ার পার্ক। ইতোমধ্যে সেখানে রোপণ করা হয়েছে ভিনদেশি ফুল টিউলিপসহ হাজারের অধিক বিভিন্ন জাতের ফুল গাছ। ফুটেছে বিভিন্ন ধরনের ফুল। নগরের বন্দর সড়ক দিয়ে চলাচলের সময় যাতায়াতকারীদের নজর কাড়ছে এই দৃষ্টিনন্দন ফ্লাওয়ার পার্কটি।