Cvoice24.com

আজও ডুবল চট্টগ্রাম

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ১০ জুন ২০২৩
আজও ডুবল চট্টগ্রাম

গরমের তীব্রতা কমিয়ে জ্যৈষ্ঠ বিদায় নেওয়ার পথে, আকাশে মেঘের ঘনঘটা। তাই বৃষ্টি জানান দিচ্ছে আষাঢ় মাস আসতে আর দেরি নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব আর উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় বৃষ্টি ঝরছে চট্টগ্রামের আকাশে। 

গতকাল (৯ জুন) থেকে কখনো থেমে থেমে আবার কখনোবা মাঝারি আকারের বৃষ্টির দেখা পেয়েছে নগরবাসী। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে (বিকাল ৩টা পর্যন্ত) ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু পানি পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুন অর রশীদ বলেন, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেইসাথে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়