Cvoice24.com

সাবেক এমপি সৈয়দ ওয়াহিদুল আলমকে পারিবারিক কবরস্থানে দাফন

প্রকাশিত: ১২:০২, ২৯ মে ২০১৮
সাবেক এমপি সৈয়দ ওয়াহিদুল আলমকে পারিবারিক কবরস্থানে দাফন

ছবি: প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম হাটহাজারী আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ  আলহাজ্ব সৈয়দ ওয়াহিদুল আলমের ৪র্থ জানাজা আজ (২৯ মে) মঙ্গলবার হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন জানাজার ইমামতি করেন।  

সকাল ১০টায় তার লাশের কফিন মাঠে আনার পর লাইনে সারিবদ্ধ হয়ে দলীয় নেতাকর্মী ও হাজার হাজার এলাকাবাসী  এক নজর লাশটি দেখেন। বেলা ১১টায় সৈয়দ ওয়াহিদুল আলমের জানাজা পূর্বে জনতার উদ্দেশ্য সান্তনা বক্তব্য রাখেন, পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুচ গনি চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী। 

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সৈয়দ ওয়াহিদুল আলমের ছোট ভাই সৈয়দ শহিদ উদ্দিন দুলু। বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদএমপি বলেন, সাবেক সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব সৈয়দ ওয়াহিদুল আলম চট্টগ্রাম ও হাটহাজারীর রাজনীতিতে সম্পৃতির একজন প্রতীক ছিলেন। তার সম্পৃতির এ আদর্শ অনুকরণ করতে পারলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। 

দু মেয়ে সন্তানের জন্য তিনি জান্নাতি উল্লেখ করে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলম এ এলাকার উন্নয়নের জন্য দীর্ঘদিনের কান্ডারী ছিলেন। তিনি হাটহাজারীতে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের অন্তরে স্থান করে নিয়ে নিয়ে পরপর চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দল এবং এলাকার মানুষের কল্যাণে অবদানের জন্য তিনি আমাদের নিকট স্মরনীয় হয়ে থাকবেন। 

পার্বতী স্কুল মাঠের এ জানাজায় আরো উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রিয় নেতা ব্যারিষ্টার মীর হেলাল, রাঙামাটি জেলা বিএনপি সভাপতি শাহ আলম, বাংলাদেশ শ্রমিক কল্যণ ফেডারেশনের চট্টগ্রাম উত্তরজেলা সহসভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, বিভিন্ন রাজনৈতিক দলের জেলা উপজেলা নেতৃবৃন্দ, উপজেলার ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজা শেষে পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, রাঙামাটি জেলা বিএনপি ও উপজেলা বিএনপির পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বাদ জোহর চিকনদন্ডী লালিয়ার হাট নিজ বাড়িতে বিকাল পৌনে তিনটায় সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সৈয়দ ওয়াহিদুল আলমকে দাফন করা হয়। 

নিজ বাড়িতে সর্বশেষ এ জানাজায় ইমামতি করেন লালিয়ারহাট জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন। এখানে জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, আওয়ামীলীগের চট্টগ্রাম উত্তর জেলা নেতা মনজুরুল আলম মঞ্জু ও  জসিম উদ্দিন শাহ সহ বিএনপির জেলা উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধিন থাকার পর রবিবার (২৭ মে) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা ন্যাশনাল হসপিটালে সাবেক সংসদ সদস্য ও হুইপ  আলহাজ্ব সৈয়দ ওয়াহিদুল আলম ইন্তেকাল করেন। 

সিভয়েস/জেআই/এমআইএম

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়