Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

দেশে আইনজীবী নেই, সবাই দলজীবী: আমির খসরু 

প্রকাশিত: ১৬:০৫, ২৯ মে ২০১৮
দেশে আইনজীবী নেই, সবাই দলজীবী: আমির খসরু 

ছবি : মিনহাজ ঝন্টু

দেশে এখন আইনের শাসন নেই। বিচার বিভাগের স্বাধীনতায় নোংরা হস্তক্ষেপ করা হচ্ছে। তাই আদালতে এখন আইনজীবী নেই, সবাই দলজীবী। 

আজ মঙ্গলবার (৩০ মে) চট্টগ্রাম জেলা আইনজীবী অডিটোরিয়ামে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দক্ষ নেতৃত্বে দেশে স্বাধীনতা এসেছে। তিনি স্বাধীন বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে ১৯ দফা বাস্তবায়নে কাজ করেছেন। তিনি উন্নয়নের রাজনীতির তত্ত্ব ও উৎপাদনের রাজনীতির তত্ত্ব দিয়েছিলেন।

তিনি বাংলাদেশী জাতীয়তাবদের মাধ্যমে আমাদের জাতিসত্ত্বার পরিচয় দিয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন বহুদলীয় গণতন্ত্র।

বার বাউন্সিলের সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে আমরি খসরু আরো বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র নেই। জনবিচ্ছিন্ন হয়ে বর্তমান সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ওদের জন্য এক আইন অন্যদের জন্য আরেক আইন করছে। তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের উপর মানুষ আস্থা হারিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাৎ হোসেন বলেন, আজ যে মঞ্চে আমরা বক্তব্য দিচ্ছি সেই জায়গাটা দিয়েছে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষি বিপ্লব, শ্রম বিপ্লব ও গার্মেন্টস শিল্প নিয়ে জোর দিয়েছেন। জিয়াউর রহমানের উন্নয়ন বিপ্লবের উপর ভর করেই আজকের বাংলাদেশ এই অবস্থানে আছে। ষড়যন্ত্রকারীরা তাঁকে নির্মমভাবে এই চট্টগ্রামের মাটিতেই হত্যা করে। ষড়যন্ত্র এখনো থেমে নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ত্বের প্রতীক খালেদা জিয়াকে মিথ্যা ও মনগড়া মামলায় জেলে রাখা হয়েছে। এভাবে চলতে পারেনা। জনগন ফুঁসে উঠেছে এই অন্যায়ের বিরুদ্ধে।

চট্টগ্রাম থেকে খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে সবাইকে যারা যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান তিনি।

এডভোকেট এরশাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বার কাউন্সিলের সাবেক সদস্য এড. মোহাম্মদ কবির হোসেন চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. নাজিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এড. এনামুল হক, এড.আব্দুল হক চৌধুরী, এড. কাজী সিরাজ, এড. মুর্শিদ আলম ও এড. হাসান মাহমুদ চৌধুরী।

সিভয়েস/এনএইচ/এইচআর/এমইউ
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়