Cvoice24.com


গিকার বিরুদ্ধে আরো দুটি মামলায় ওয়ারেন্ট

প্রকাশিত: ১০:৪১, ৩ জুন ২০১৮
গিকার বিরুদ্ধে আরো দুটি মামলায় ওয়ারেন্ট

-ফাইল ছবি

গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের হয়েছে। রোববার (৩ জুন) সকালে শহিদুল্লাহ কায়সারের আদালতে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, ও ফটিকছড়ির তরিকত সভাপতি শাহজাদা বেলাল শাহ বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন। বিকাল তিনটায় শুনানি শেষে আদালত গ্রেফতারি পরওয়ানা জারি করেন।

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু সিভয়েসকে বলেন,  আমার নেত্রীকে হত্যার হুমকী দিয়ে কোন রাজাকারের ভাইয়ের এ দেশে থাকার কোন অধিকার নেই। সাকার মতো গিকার ফাঁসি দাবি করছি। জননেত্রী শেখ হাসিনাকে ইচ্ছে করলেই যেকেউ হুমকি দিয়ে পার পাবে না। ছাত্ররাজনীতি থেকেই আওয়ামী লীগের সাথে জড়িত। তাই আমরা চুপ থাকতে পারি না।

তরিকত সভাপতি শাহজাদা বেলাল শাহ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীকে নিয়ে কুটুক্তি করেছে গিকা চৌধুরী। তাই আমি মামলা করেছি। তাকে ফটিকছড়িতে ঢুকতে দেয়া হবে না।

এরআগে প্রধানমন্ত্রীকে কটুক্তি করার অভিযোগে ৩১ মে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বাদী হয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিপক্ষে মামলা দুটি দায়ের করেন। এর একটি দায়ের করা হয় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে ও অপরটি দায়ের করা হয় ম্যাজিস্ট্রেট আল ইমরানের আদালতে। তারও আগে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন বাদী হয়ে ফটিকছড়ি থানায়ও একটি মামলা দায়ের করেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে। এছাড়াও ঢাকার আদালতে অপর একটি মামলা দায়ের হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

-সিভয়েস/এএস/এসএ/কেএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়