Cvoice24.com

আলোচনা সভায় নজরুল
আমাদের আন্দোলনে একসময় আওয়ামী লীগের লোকেরাও যোগ দেবে

প্রকাশিত: ১৩:৫৭, ৩ জুন ২০১৮
আমাদের আন্দোলনে একসময় আওয়ামী লীগের লোকেরাও যোগ দেবে

নেত্রীর নির্দেশে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চলছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তাদের আন্দোলনে একসময় আওয়ামী লীগের লোকেরাও যোগ দেবে।

তিনি বলেন, একটা সময় আসবে, যখন আমাদের আন্দোলন-সংগ্রামে আমাদের নেতাকর্মীদের পাশাপাশি আজকের সরকারি দলের লোকদেরও সমর্থন থাকবে।  আর এ আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারী সরকারের পতন ঘটবে।

আজ রোববার (৩ জুন) রাজধানীর প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

নির্বাচনকালীন নির্দলীয় সরকার বিষয়ে ৯০ এর দশকে আওয়ামী লীগের আন্দোলন করার বিষয়টিও তুলে ধরেন নজরুল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখন আমরা যে প্রস্তাব করছি, একটা সময় সেটা আওয়ামী লীগের প্রস্তাব ছিল। তখন তো সেটা সঠিক মনে করেছিল, এখন সঠিক মনে করে না। কারণ তারা বুঝে গেছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের জেতার কোন সম্ভাবনা নেই। অতএব দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই স্বার্থপর সিদ্ধান্ত কোন দায়িত্বশীল দল বা সরকারের সিদ্ধান্ত হতে পারে না।

নজরুল বলেন, আমরা আমাদের নেত্রীর মুক্তি চাই, এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই এবং ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবে তারা জনগণের কাছে জবাবদিহিতা করবে ও দায়বদ্ধ থাকবে। আর এ ধরনের নির্বাচন বর্তমান সরকারের অধীনে হতে পারে না। যার প্রমাণ সাম্প্রতিক খুলনার সিটি নির্বাচন।

তিনি আরো বলেন, সামনের জাতীয় নির্বাচনে যদি সেনাবাহিনী মোতায়েন করা না হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে না। আমাদের কথা পরিষ্কার, নির্বাচনের আগে সংসদ বাতিল করে সকলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন করতে হবে।

খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে অভিযোগ করে নজরুল বলেন, যে বিচার বিভাগ আমাদের শেষ আশ্রয়স্থল, দুর্ভাগ্য আমাদের আমরা সেখানেও সুবিচার পাই না।
প্রতি বছর বাজেটের আকার বাড়ার বিষয়টি তুলে ধরে নজরুল বলেন, কোথায় যায় এত টাকা! রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টের তো কোন উন্নয়ন হচ্ছে না। সুইস ব্যাংকে কোটি কোটি টাকা জমা হচ্ছে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ধ্বংস হয়ে যাচ্ছে। কর্মসংস্থান কমে যাচ্ছে। দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু তাদের আয় বাড়ছে না।

সিভয়েস/আরসি/এমইউ
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়