Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে বললেন মতিয়া

প্রকাশিত: ১৪:০১, ৩ জুন ২০১৮
খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে বললেন মতিয়া

জেল থেকে মুক্তি পেতে খালেদা জিয়াকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন করতে বলেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

আজ রোববার শেরপুরের নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ঈদ উল ফিতরের উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আপনি যদি ছাড়া পেতে চান, মুক্ত হতে চান তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করেন। ক্ষমা ভিক্ষা চান। যদি রাষ্ট্রপতি ক্ষমা করেন তাহলে হবে, না হলে হবে না।

তিনি আরো বলেন, শেখ হাসিনাকে দোষ দিয়ে কোনও লাভ নেই। চুরি এমন জিনিস, এটা হজম করা খুব কঠিন। আপনি (খালেদা) চোর, আপনার ছেলে (তারেক) চোর।

তিনি আরও বলেন, রাজনীতির বিচার নয়, চুরির বিচার হয়েছে। গ্রামের রহিমন-করিমনরা চুরি করলে তার দায়ে সাজা হবে। আর আপনি (খালেদা জিয়া) চুরি করলে আপনাকে শাস্তি দেওয়া যাবে না!

শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ দলীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভয়েস/আরসি/এমইউ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়