Cvoice24.com

চট্টগ্রাম মহানগর যুবলীগ
ভাষা হোক আবেগের গর্বের উন্মুক্ত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০:১০, ২১ ফেব্রুয়ারি ২০২১
ভাষা হোক আবেগের গর্বের উন্মুক্ত

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছে চট্টগ্রাম মহানগর যুবলীগ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ।

রবিবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম কেন্দ্রীয় মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি এ শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ। 

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, ‘ভাষা হোক আবেগের, ভাষা হোক গর্বের, ভাষা হোক উন্মুক্ত। মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি। প্রাণের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকদের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ।’ 

‘যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে ৯ মাস পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।’ বলেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য আব্দুল মান্নান ফেরদৌস, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহানগর যুবলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার, ওয়াহিদুল আলম শিমুল, গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য জাবেদুল আলম সুমন, সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, শহীদুর রহমান শহীদ, তানভীর আহমেদ রিংকু, সাবেক ছাত্রনেতা তাজউদ্দিন রিজভী, শাহজাদা মাসুদ আকবরী। 

এছাড়া ইসতেহার পারভেজ, মাহমুদুল হক আবু, জাহাঙ্গীর আলম, সাহেদ হোসেন টিটু, সাইফুল আলম লিমন, অ্যাডভোকেট আখতারুজ্জামান রুমেল, হেলাল উদ্দিন আহমেদ,  অ্যাডভোকেট মন্জুরুল আযম চৌধুরী মন্জু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মো.কামরুজ্জামান, অ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী, অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, আতিকুর রহমান, রবিউল ইসলাম, মাকসুদুর রহমান মাসুদ, নাজমুল আলম, শফিকুর রহমান তাপস, ডা. নাহিদ ইমতিয়াজ, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়