Cvoice24.com

মুহিবুল্লার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের অঙ্গীকার হাছান মাহমুদের

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১০:০০, ৭ এপ্রিল ২০২১
মুহিবুল্লার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের অঙ্গীকার হাছান মাহমুদের

মো. মুহিবুল্লাহ ও মন্ত্রী হাছান মাহমুদ

রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মুহিবুল্লাহর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের অঙ্গীকার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বুধবার (৭ এপ্রিল) এক শোকবার্তায় বলেন, ‘আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহর মৃত্যুতে আমি গভীর শোকাহত। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাত দান করুন।’ 

রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হাছান মাহমুদ আরও বলেন, ‘মুহিবুল্লার খুনিরা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। আমরা অবশ্যই এটি নিশ্চিত করব।’

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সমর্থকদের হামলায় আহত আওয়ামী লীগ নেতা মো. মুহিবুল্লাহ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়