Cvoice24.com

মামুনুল হক গ্রেপ্তার

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ১৮ এপ্রিল ২০২১
মামুনুল হক গ্রেপ্তার

মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক গ্রেপ্তার হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে ২০১৩ সালের ৫ মে সংঘটিত শাপলা চত্বরের তাণ্ডবের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামুনুল হককে এখন তেজগাঁও ডিসি অফিসে নেয়া হয়েছে। সেখান থেকে পাঠানো হবে ডিবি অফিসে। তারপরে আদালতে নেয়ার কথা রয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে নারীসহ স্থানীয়দের হাতে  আটক হওয়ার পর ছাড়া পেয়ে রাতেই ঢাকায় চলে আসেন তিনি। পরে গ্রেপ্তার এড়াতে ঢাকার মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিংয়ের নিজের বাসায় না গিয়ে তিনি পাশেই জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় যান মামুনুল হক।

সেখান থেকেই মাঝেমধ্যে ফেসবুক লাইভে আসতেন তিনি।

তার বিরুদ্ধে রাজধানীর পল্টন ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একাধিক মামলা হয়েছে। এছাড়া ২০১৩ সালের একাধিক মামলাতেও মামুনুল হক এজাহারভুক্ত আসামি।

সর্বশেষ

পাঠকপ্রিয়